Header Ads

মালদায় তান্ডবে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে গিয়ে গ্রেফতার দুই বিজেপি সাংসদ

নজরবন্দি ব্যুরোঃ বুধবার মালদহ থেকে গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ। এদিন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও নিশীথ প্রামাণিককে স্থানীয় ভালুকা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এনআরসির প্রতিবাদের নামে তান্ডবের জেরে ক্ষতিগ্রস্ত হরিশচন্দ্রপুর ও ভালুকা স্টেশনের পরিস্থিতি ও খতির পরিমাণ খতিয়ে দেখতে যাচ্ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। পুলিশের অনুমতি ছাড়াই পরিদর্শনে যাওয়ার অভিযোগে তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপির দুই সাংসদ মালদার ভালুকা স্টেশনে ঢুকতে চেস্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।
এরপর দুই সাংসদকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গ উল্লেখ্য, এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে আন্দোলনের আগুন জ্বলছিল গোটা ভারত জুড়ে। আন্দোলনের আঁচ এসে পড়ে আমাদের রাজ্যে।বিক্ষোভকারীদের তাণ্ডবে তছনছ বাংলা। কোথাও কোথাও বাস ও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরমাঝে মালদার হরিশচন্দ্রপুর ও ভালুকা স্টেশনে বিক্ষোভকারীরা ব্যপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এরপর এদিন বিজেপির দুই সাংসদ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তাঁরা। আর তখনই গ্রেফতার করা হয় দুজনকেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.