Header Ads

মোহন ভাগবতের মন্তব্যের কড়া সমালোচনা করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের একটি চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ্যে এসেছে। একটি সভায় তিনি মন্তব্য করেন দেশের সব নাগরিক হিন্দু। আর এধরনের বক্তব্য প্রকাশ্যে আসায় সরব হয়েছেন অনেকেই। খোদ কেন্দ্রীয় মন্ত্রী। ভাগবতের বিতর্কিত মন্তব্যের পর কার্যত কড়া ভাষায় সমালোচনা করেন সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। তিনি জানান যে ১৩০ কোটির সবাই হিন্দু এ কথা বলে ঠিক করেন নি আরএসএস প্রধান ভাগবত। তিনি বলেতে পারতেন দেশের সব নাগরিকই ভারতীয়। যে জার নিজস্ব ধর্ম রয়েছে।
 তবে আরএসএস প্রধানের চাঞ্চল্যকর বক্তব্যের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আরপিআই) প্রধান আঠাওয়ালের পাল্টা মন্তব্য ঘিরে সরগরম দেশের রাজনীতি। একাধিকবার বিরোধীরা কটাক্ষের সুরে বলেছেন 'সঙ্ঘ পরিবারের মদতে দেশকে হিন্দু রাষ্ট্র হিসাব তৈরি করতে চাইছে বিজেপি'। সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিমদের বিরোধী বলে অভিযোগ করে আন্দোলন বিক্ষোভে নামে একাধিক দল। আরএসএস ও বিজেপি দেশের সংবিধানকে অমান্য করে ভারতের বহুত্ববাদ ও সমন্বয়বাদী সংস্কৃতি ধ্বংস করছে বলেও অভিযোগ করতে শুরু করেছেন বিরোধীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.