Header Ads

CAA আইন নিয়ে উস্কানিমূলক পোস্ট,উত্তরপ্রদেশে সর্তকতা জারি এবং বন্ধ হলো ইন্টারনেট পরিষেবা ।

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট এর অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ১২৪ জন কে। জানা যাচ্ছে, এই রকম আরও বেশ কয়েক হাজার প্রোফাইল আছে প্রশাসনের নজরে। যে কোন বিষয়ে নিজের মতামত প্রকাশ করা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। তবে, সেই অধিকার প্রয়োগের ফলে দেশে হিংসার পরিবেশ সৃষ্টি হলে আপনিও গ্রেফতার হতে পারেন। প্রসঙ্গত, CAA নিয়ে গোটা দেশ জুড়ে অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে। CAA বিল আইনে পরিণত হওয়ার পর থেকে দেশের নানা প্রান্তে চলছে আন্দোলন। রাজনৈতিক দল গুলোর সাথে পড়ুয়া, শ্রমিক শ্রেণীর মানুষ , অভিনয় জগতের বিশিষ্ট জনেরা, সকলেই গলা মিলিছেন এই CAA বিরোধী আন্দোলনে। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে।
এই আন্দোলনে প্রাণ গেছে বেশ কিছু মানুষের। প্রশাসনের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠছে। আক্রান্ত বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট এর ফলে হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। সূত্রের খবর অনুযায়ী, সেই কারনেই পুলিশ প্রশাসনের কড়া নজরে আছে সোশ্যাল মিডিয়ায়র বেশ কিছু প্রোফাইল। যোগির রাজ্যে অশান্তি আটকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে আগেই। এবার উত্তরপ্রদেশের ২১ টি জেলায় বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবাও। ১২৪ জন কে গ্রেফতার করা হয়েছে। নজরে কয়েক হাজার একাউন্ট। ফেসবুক, টুইটার, ইউটিউব মিলিয়ে মোট ১৯,৪০৯ টি একাউন্ট বন্ধ করা হয়েছে। উস্কানিমূলক পোস্ট করলে পুলিশ ব্যবস্থা নেবে সেই একাউন্টের মালিকের উপর এমন সর্তকতা জারি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতে, CAA নিয়ে নিজস্ব মতামত দেওয়ার জন্য পুলিশের কাছে হেনস্তা হতে হচ্ছে। এটি গণতান্ত্রিক বিরোধী কাজ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.