Header Ads

উত্তাল পরিস্থিতির মাঝে রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভের মাঝে রবিবার রাজ্যে আসছেন নমো। বিল নিয়ে বিক্ষোভে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা। রাজ্য নেতাদের সঙ্গে তাঁর একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে থাকে। আন্দোলনের ধিকধিক আঁচ জ্বলছে রাজ্যের বিভিন্ন রাজ্যে।
 আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমবাংলাতেও। বৃহস্পতিবার একটানা বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ নাগরিক। শনিবার রাজ্যের কোথাও কোথাও ট্রেন অবরোধ, আবার কোথাওবা বাসে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। তবে রাজ্যবাসীকে গণতন্ত্র মেনে আন্দোলন করার অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরমাঝেই রবিবার পশ্চিমবঙ্গের বর্ধমানের অন্ডালে আসছেন প্রধানমন্ত্রী। এরপর রাজ্য ছেড়ে ঝাড়খণ্ডের দুমকায় যাওয়ার কথা রয়েছে মোদীর। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতাদের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পারেন নমো। দেশের উত্তাল পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর ঝটিকা বাংলা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.