Header Ads

এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সারা বাংলায় কালা দিবসের ডাক রাজ্যের ইসলামী সংগঠনের

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব(এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন(ক্যাব) বিল আইন পাস হয়ে আইনে কার্যকরী হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয় অসম সহ উত্তর-পূর্বের দেশগুলিতে। সেই আন্দোলনের আঁচ এসে পড়ে বাংলার বুকে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বাংলার জায়গায় জায়গায় চলে অবরোধ-বিক্ষোভ। শনিবার অসমে পরিস্থিতি কিছুটা শিথিল হলেও বিক্ষোভ চলতে থাকে বাংলায়। শনিবার সারা বাংলায় কালা দিবসের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ইসলামী সংগঠন 'অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন'। এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে প্রতিবাদের ডাক দিয়েছিল রাজ্যের ইসলামী সংগঠনটি। বিলের বিরোধিতা করে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন সংগঠনটির উচ্চ নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি আবু আফজল জিন্না সংবাদ মাধ্যমকে বলেন "এনআরসি ও ক্যাব দুটি বিলই অসাংবিধানিক। এই বিল থেকে বাদ দেওয়া হয়েছে ইসলাম ধর্মালম্বী মানুষের নাম। ইসলাম ধর্মের মানুষদের ভারত থেকে তাড়ানোর চেষ্টা চলছে। কেন্দ্রে মোদি সরকারের ধর্মীয় মৌলবাদের জেরে দেশের সমস্ত ইসলাম ধর্মের মানুষ ভীতসন্ত্রস্ত। আমরা এই অসাংবিধানিক নিয়ম মানছি না। বাংলার পাড়ায় পাড়ায় বিলের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করব আমরা। আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে নামছি। রাজ্যপালের সঙ্গেও দেখা করব আমরা। দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতেই দেবনা। " আগামী ১৮ ডিসেম্বর সংখ্যালঘু দিবসের দিন গোটা বাংলা জুড়ে এনআরসি ও ক্যাবের গোটা বাংলা জুড়ে গণআন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ইসলামী সংগঠন 'অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন'।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.