Header Ads

টুইট করে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের

নজরবন্দি ব্যুরোঃ ক্রীড়াজগতের আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবর, ভারতীয় টেনিস জগতের কিংবদন্তী আজ টুইট করে জানিয়েছেন ২০২০র টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার পরই ক্রীড়া জগৎ থেকে অবসর গ্রহণ করবেন। বলাবাহুল্য, সম্মানের নিরিখে এই খেলোয়াড় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। তিনি প্রথম এবং একমাত্র টেনিস খেলোয়াড় যিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভ করেন,যা এরপর আর কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অর্জন করতে পারেননি ।
এছাড়াও তাঁর ঝুলিতে আছে ১৮ গ্র্যান্ড স্লাম, যা কিনা টেনিস এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ। কিংবদন্তি খেলোয়াড় এর সঙ্গে পশ্চিমবঙ্গেরও যোগসুত্র আছে। তাঁর মায়ের দিককার পূর্বপুরুষের মধ্যে কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অন্যতম, এছাড়াও নিজের জীবনে দীর্ঘকাল সময় তিনি কলকাতায় কাটিয়েছেন। তাৃর পারিবারিক মহলেও খেলাধুলার প্রচলন ছিল৷ বাবা ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজ। তবে এদিনের লিয়েন্ডার পেজের টুইটের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া জগতে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.