Header Ads

সত্যিই কি ২৫ শে ডিসেম্বর জন্মেছিলেন যিশু! এই দিনই কেন পালন করা হয় বড়দিন?

নজরবন্দি ব্যুরো : একটি বড় উৎসব বড়দিন ২৪ ডিসেম্বর রাত ১২ টার পর থেকেই গোটা বিশ্ব মেতে ওঠে বড়দিন পালনে। এই দিনটি যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবেই পালন করা হয়। চতুর্থ শতাব্দীতে প্রথম ক্রিসমাস পালন শুরু হয়। এর আগে ২৫ শে ডিসেম্বর দিনটি উৎসব হিসেবে পালন করা হত না। যীশুর মৃত্যুর ও কয়েকশো বছর কেটে যাওয়ার পর থেকে তাঁর জন্মদিন হিসেবে পালন করা শুরু হলো ২৫ শে ডিসেম্বর দিনটি।
কিন্তু যীশু আসলে ডিসেম্বরে নয় অক্টোবরে জন্মেছিলেন তার অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তবুও ২৫ শে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করে সাজানো হয় ক্রিসমাস ট্রি, কেক, উপহার আরো কতকি। এই দিনটি সকলে বড়দিন হিসেবে পালন করে উৎসবটি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.