Header Ads

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে অবরোধ-আগুন-ভাঙচুরে বিপর্যস্ত বাংলা।

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে টানা অবরোধ-আগুন-ভাঙচুরে বিপর্যস্ত হল দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রেল চলাচল। পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার নেয় দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়াতে এবং পূর্ব রেলের কৃষ্ণনগর-লালগোলা শাখার বেলডাঙা স্টেশনে। বেলা ৩টের পর থেকে রেজিনগর এবং বেলডাঙা স্টেশনে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। অপরদিকে দুপুর থেকে উলুবেড়িয়া স্টেশনে আপ ও ডাউন লাইনে ট্রেন অবরোধে শামিল হন বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। রেল সূত্রে জানা যাচ্ছে, উলুবেড়িয়া স্টেশনে এদিন ভাঙচুরও চালান বিক্ষোভকারীরা।

 রেল অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। এর জেরে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। উলুবেড়িয়ায় রেল অবরোধের পাশাপাশি ৬নং জাতীয় সড়কে অবরোধও করেন বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের বেলডাঙায় ৩৪ নং জাতীয় সড়কেও অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিকেলের দিকে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা ও হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙায় রেল অবরোধ করে লাইনের মধ্যেই আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আটকে পড়ে লোকাল ট্রেন।বিক্ষোভ শুরু হয়েছে মেদিনীপুরের একাধিক জায়গাতেও। সব মিলিয়ে ক্যাব নিয়ে আসামের পর এবার উত্তাল বাংলাও।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.