Header Ads

CAB-র বিরোধীতা করে গণ আন্দোলনের ডাক মমতার!

নজরবন্দি ব্যুরোঃ 
নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব) বিধানসভায় পাস হওয়ার পরই রাতারাতি নাগরিকত্ব বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথম থেকেই এই বিলের বিরোধীতা শুরু করে বিরোধী দলগুলি অসম, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে বিল নিয়ে আন্দোলন-বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শক্রবার দিঘায় সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাব এনআরসি বিল নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন তিনি বিলের বিরোধিতায় একাধিক কর্মসূচিরও ডাক দিয়েছেন মমতা এনআরসি ক্যাব দুটি বিলই অসাংবিধানিক আখ্যা দিয়ে গণআন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী গণ-আন্দোলন গড়ে তুলে নিপীরিত, বঞ্চিতদের হয়ে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাংলার মাটিতে এনআরসি কিংবা ক্যাব কোন ভাবেই লাগু হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি এই বিল নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন "ধর্মের নামাবলী গায়ে দিয়ে নিজেদের জোর খাটিয়ে এনআরসির নাম করে দেশকে খন্ডিত করার চেষ্টা চালাচ্ছে দিয়ে সব কাজে পার পাচ্ছে বিজেপি দেশকে খন্ডিত হতে দেব না গণআন্দোলনের মধ্য দিয়েই তা প্রতিহত করবো আমরা" সোমবার মঙ্গলবার কলকাতায় বুধবার জেলায় জেলায় বিলের বিরুদ্ধে মিছিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.