Header Ads

জালনোট কাণ্ডে ধৃত এক পাচারকারী!

নজরবন্দি ব্যুরো : মুর্শিদাবাদ জেলার কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে জাল নোটসহ গ্রেপ্তার করা হয় এক যুবককে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ টি ২০০ টাকার জালনোট ও ২৬ টি ১০০ টাকার জাল নোট। জানা যায় করুণাময় দাস তার নিজের বাড়িতে কালার প্রিন্টার এর সাহায্যে জালনোট প্রিন্ট করতেন।
কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে করুনাময় দাসকে।ধৃতের বাড়ি কান্দি শহরের শিবরামবাটি এলাকায়। শনিবার এই পাচারকারীকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন ও জানানো হয়। জাল নোট পাচার কাণ্ডে কে বা কারা জড়িত এবং জাল নোট গুলি কোথাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.