বাঙালির মুখে কি হাসি ফিরবে? কমতে চলেছে পেঁয়াজের দাম।
নজরবন্দি ব্যুরো: রবিবারের ছুটির দিনে মাংস ছাড়া ভাত অসম্ভব। বাজার আগুন পেঁয়াজের দাম এতটাই বেড়েছে যে রাজ্যবাসীর কাছে তা ধরা ছোঁয়ার বাইরে। দ্রুত কমতে চলেছে পেঁয়াজের দাম, জানা গেছে দেশের সবথেকে বড় হোলসেল মার্কেট এ ২০ থেকে ২৫ টাকা প্রতি কিলো দাম কমবে পেঁয়াজের, আগামী মাসে পেঁয়াজের যোগান আসতে শুরু করবে, ৮০% কমতে পারে সেই দাম।
১১,০০০ মেট্রিকটন পেঁয়াজ অন্য দেশ থেকে আমদানির বরাত দেওয়া হয়েছে। এছাড়া চিন ও তুরস্ক থেকেও পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম কমা নিয়ে নতুন বছরে একটু কি হাসি ফুটবে রাজ্যবাসীর মুখে?
১১,০০০ মেট্রিকটন পেঁয়াজ অন্য দেশ থেকে আমদানির বরাত দেওয়া হয়েছে। এছাড়া চিন ও তুরস্ক থেকেও পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম কমা নিয়ে নতুন বছরে একটু কি হাসি ফুটবে রাজ্যবাসীর মুখে?
No comments