Header Ads

দিল্লির অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিল কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকাল হতেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেঁপে ওঠে গোটা উত্তর দিল্লি। উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির এক ব্যাগ কারখানায় আগুন লেগে যায়। হঠাৎ ঘোটে যাওয়া এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ওই ব্যাগ কারখানা। আগুন ছড়িয়ে পরে পুরো আনাজ মান্ডিতে। এই ভয়ংকর অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন প্রান হারিয়েছে। নিহত ও আহতদের পরিবারকে অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৩০টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ধোঁয়ার কারণে আগুন নেভাতে হিমসিম খেয়ে যায় দমকলকর্মীরা কিন্তু বেশ কয়েকঘন্টার চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সফল হন।
এই অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য টুইটারে সহানুভূতি জানিয়েছেন অনেক রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা। খবর পেয়ে বেশ কিছু মন্ত্রী ঘটনার স্থানে উপস্থিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে দুঃখপ্রকাশ করে লিখেছেন, " এই রকমের অগ্নিকাণ্ডে অন্তত ভয়ংকর ও দুঃখজনক। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আহত ও নিহতদের পরিবারকে সরকার সমস্ত রকমের সাহায্য করবে।" নিহতদের পরিবারকে ২লাখ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা করে দেওয়া হবে। আপাত দৃষ্টিতে ইলেকট্রিক্যাল সম্যসাকে এই অগ্নিকাণ্ডের কারণ হিসাবে দেখা হলেও অন্য কোনো কারণ এই ঘটনার পিছনে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.