Header Ads

গো-পালন করলেই মানসিকতার পরিবর্তন,তাই জেলে গরু পালনের পরামর্শ মোহন ভাগবতের!

নজরবন্দি ব্যুরোঃ জেলবন্দি অপরাধীরা গো-পালন করলে তাদের মানসিকতার পরিবর্তন ঘটে। শনিবার মহারাষ্ট্রের পুনেতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করছে আরএসএস ও বিজেপি বিরোধীরা। ভাগবত বলেন, ''জেলে গোশালা বানানোর পর দেখা গেল, গরুদের সেবা, পরিচর্যা করতে করতে বন্দিদের অপরাধী মানসিকতা কমে যাচ্ছে। তাদের মধ্যে সকলকে ভালবাসার অনুভূতি জন্মাচ্ছে বা তা বাড়ছে। এটা নিছকই কথার কথা নয়। জেল কর্তৃপক্ষরা তাঁদের এই অভিজ্ঞতার কথা আমাকে জানিয়েছেন।
 তার ভিত্তিতেই এই সব বলছি।'' তাঁর আরও পরামর্শ, গো-রক্ষায় সমাজের সব অংশের মানুষকেই এগিয়ে আসতে হবে। গো-রক্ষার প্রয়োজন কতটা তা বিজ্ঞানসম্মত উপায়েই সকলকে বোঝাতে হবে। কাউকে সেবা করলে আমরাও সুস্থ থাকতে পারব। বাড়িতে থাকতে থাকতে কুকুর, বিড়াল বা অন্য গৃহপালিত পশুদের প্রতি ভালবাসাই জন্ম নেয় মানুষের মনে। গরুর ক্ষেত্রেও তা আরও বেশি করে হয়। আমরা গরুকে এই বিশ্বের মা বলে মনে করি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.