Header Ads

কলকাতার ATM দুর্নীতির রহস্য সামনে এল এবার!

নজরবন্দি ব্যুরো : দিন কয়েক আগেই কলকাতা সহ নানান জায়গায় গ্রাহকদের অজান্তেই উধাও হয়ে যাচ্ছিল মোটা অঙ্কের টাকা। প্রথম সূত্রপাত হয় যাদবপুর অঞ্চল থেকে। অভিযোগের পাহাড় জমে পড়ে পুলিশের কাছে। সেই গায়েব হওয়া টাকা কারও ১৫ হাজার তো কারও ৪০ হাজার।ভুক্তভোগীরা জানান, ঘটনার পর পরই ব্যাংক এ গিয়ে একাউন্টগুলি বন্ধ করে দেন অনেকেই। এরপর থেকেই এই এটিএম দুর্নীতির পর্দা ফাঁস করতে লেগে পড়ে পুলিশ।
গোয়েন্দা দফতরের পুলিশরা এই ঘটনায় দিল্লী থেকে গ্রেফতার করে রোমানিয়ান বাসিন্দা সিলিডুই ফ্লোরিন স্পিরিডন নামে এক যুবককে। তাঁর বয়স ২৮। এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় নানা যন্ত্রাংশ। যেমন - ম্যাগনেটিক চিপ, পিন হোল ক্যামেরা চিপ, ব্যাটারি। পুলিশের বক্তব্য, এই সব কিছুই সে ব্যবহার করত ATM দুর্নীতিতে। পুলিশের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.