Header Ads

এবার এনপিআর নিয়ে মুখ খুললেন লেখিকা অরুন্ধতী রায়।

নজরবন্দি ব্যুরোঃ এনআরসি নিয়ে গোটা দেশ উত্তাল। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী সম্প্রদায়ের একাংশ। এই পরিস্থিতিতে বিখ্যাত লেখিকা তথা সমাজকর্মী অরুন্ধতী রায় এনপিআর নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এক জমায়েতে তিনি বলেন এনআরসি-র সাথে সাথে আসন্ন জনসংখ্যা নিবন্ধীকরণ (এনপিআর) নিয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই লেখিকা।
তিনি বলেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) ডাটাবেস দিয়ে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) উদ্দেশ্য বাস্তবায়ন করবে বিজেপি সরকার। তাই সবাইকে এর বিরোধিতায় সরব হতে হবে। তিনি আরও বলেন সরকারি কর্মচারীরা আপনার বাড়ি এসে আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবে। আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইবে। এরপর এনপিআর-এর এই তথ্যের ভিত্তিতেই এনআরসি করবে এই সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.