Header Ads

গালিগালাজের অভিযোগে বাংলা টিম থেকে সরিয়ে দেওয়া হল অশোক দিন্দাকে

নজরবন্দি ব্যুরোঃ বাংলার প্রাক্তন জোরে বোলার রণদেব বোসকে গালিগালাজ করার অভিযোগে বাংলা দল থেকে বাদ দেওয়া হল অশোক দিন্দার বিরুদ্ধে। মূলত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়া বাংলা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে রঞ্জি ম্যাচ শুরু হবার আগে প্রস্তুতির সময়, তিনি রণদেব বসুকে গালিগালাজ করেন বলে অভিযোগ। মেদিনীপুরের পেস বোলার অশোক দিন্দার(৩৫) বাংলার হয়ে ১১৬ টি ম্যাচে ৪২০ টি উইকেট নিয়েছেন। এমনকি জাতীয় দলের হয়ে ভারতকে প্রতিনিধিত্বও করেছেন তিনি। তাঁর এই অপেশাদার ব্যবহারের জন্য সিএবিএ-এর তরফ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়। সেই মিটিংয়ে ঠিক হয় যে দিন্দাকে দল থেকে বাদ দেওয়া হবে।
আমরা জানি যে ক্রিকেটকে জেন্টেলম্যান্স গেম বলা হয়। এবং ক্রিকেটের বর্তমান নিয়ম অনুযায়ী অভব্যতাকে একেবারেই প্রস্রয় দেওয়া হয়না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার অরুন লাল জানান, যেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, তিনি ট্রেনিং থেকে বেরিয়ে যাওয়ার পরে এই ঘটনা জানতে পারেন এবং তিনি এও জানান যে প্রশাসনের পক্ষ থেকে দিন্দাকে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু রনদেব এর কাছে ক্ষমা চাইতে তিনি আপত্তি করেন। এই ধরনের আচরণ একজন ক্রিকেটারের থেকে একেবারেই প্রত্যাশিত নয় বলে তিনি জানিয়েছেন। অশোক দিন্দার মত খেলোয়াড় ক্রীড়াঙ্গনে প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে অশোক দিন্দা বাংলা টিম থেকে বাদ পড়ায় কিছুটা হলেও অস্বস্তিতে বাংলা টিম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.