Header Ads

নিজের চোট নিয়ে কি বললেন ঋদ্ধিমান সাহা?

নজরবন্দি ব্যুরো: ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে কিপিং করতে গিয়ে ডানহাতের মধ্যমার আঙুলে চোট পেয়েছিলেন। চোট নিয়েই গোলাপি টেস্ট ম্যাচে কিপিং করেছেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্ট ম্যাচ জিতেছে এক ইনিংস আর ৪৬ রানের ব্যবধানে। এরপর হয়েছে ঋদ্ধি অস্ত্রোপচার। বিসিসিআই জানিয়েছে, ঋদ্ধিমান সাহার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন ঋদ্ধি বিশ্রামে রয়েছেন। অস্ত্রোপচারের পর ভারতীয় কিপার ঋদ্ধিমান সাহা নিজের চোট নিয়ে জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের আগেই ফিট হওয়ার আশা রাখছেন। ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারত প্রথম টেস্ট খেলতে নামবে। ভারত দুই টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।ঋদ্ধির আশা এই টেস্টের আগেই তিনি ফিট হিয়ে যাবেন। চোট নিয়ে নিজের বয়ানে ঋদ্ধি জানিয়েছে,"এটা একটা সামান্য ফ্র্যারকচারের মতোই। এটা ঠিক হতে পাঁচ সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। আমি বাড়িতে কিছু সময় বিশ্রাম নেব। এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়ার জন্য জাতীয় ক্রিকেট আকাদেমিতে গিয়ে আকাদেমির নির্দেশ পালন করবো।" প্রসঙ্গত, ১৮ মাস চোটের কারণে কিপার ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের বাইরে ছিলেন।
 দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবিশ্বাস্য ক্যাচ ধরে 'ঋদ্ধিমান সুপারম্যান' অভিধা পেয়েছেন। ফের চোটের কবলে ভারতীয় এই কিপার। তবে ভারতীয় ক্রিকেটভক্তরা চাইবেন না ঋদ্ধির চোট দীর্ঘস্থায়ী হোক। সদ্য দিন রাতের ঐতিহাসিক গোলাপি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতীয় কিপার ঋদ্ধিমান সাহা। এই টেস্ট ম্যাচ নিয়ে ঋদ্ধির উপলব্ধি হল এইরকম,"গোলাপি টেস্ট নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং ছিল। বিশেষত ফ্লাডলাইটে, বাউন্ডারি লাইনে ফ্লিডাররা একেবারে বলকে দেখতে সক্ষম ছিল না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ব্যাকগাউন্ডে সাইডস্ক্রিন এর চেয়ে ভাল হতে পারে। যাতে বল সহজে দেখা যায়।"
ভবিষ্যৎ -এ গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলা নিয়ে ঋদ্ধিমান সাহা জানিয়েছেন,"আমার মনে হয় বেশিরভাগ ম্যাচ লাল বলেই হবে। মাঝে কিছু ম্যাচ গোলাপি বলে হতে পারে। তবে বলের রঙ যাই হোক, আমরা সবসময় প্রস্তুত থাকবো। কখন কোন ম্যাচ হবে, এই বিষয়ে শেষ সিদ্ধান্ত বিসিসিআইকে নিতে হবে"।উপনির্বাচনে তিনে তিন করে বিজেপিকে মাত দিলেন দিদি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.