Header Ads

কেন কার্তিক মাসেও শীতের দেখা নেই! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

নজরবন্দি ব্যুরোঃ আজ শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। আর সঙ্গে থাকবে রোদের দাপট ও। উৎসবের মরশুম কাটতে না কাটতেই রাজ্যবাসী শুধু ভাবছে যে ,কবে শীত আসবে? হেমন্তের আগমনে হেমন্তিকা'র পদার্পণ,কৃষ্ণনগর থেকে চন্দননগরে শুরু হয়ে গেলেও সেভাবে শীতের দাপট দেখা যাচ্ছেনা।  কলকাতার দক্ষিণ থেকে উত্তরে রোদ চড়লেই বাড়ছে গরম। তাহলে শীত কি আসবে না?  আবহাওয়া দফতর এখন ও সেভাবে নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
 শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩২ ডিগ্রির আশপাশে। তাপমাত্রার সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ ৯৮ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী , আগামীকাল জম্মু সহ দক্ষিণ গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান , দক্ষিণাংশের মধ্যপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.