Header Ads

পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের পথে ট্যাক্সি চালকেরা।

নজরবন্দি ব্যুরোঃ রাস্তায় সাধারণ গাড়ি চালকদের উপরে পুলিশের জুলুম কোন নতুন ঘটনা না। প্রায় কোন না কোন জায়গায় পুলিশের এই জুলুমবাজির কথা শোনা যায়। এবার পুলিশের এই জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছে হাওড়ার ট্যাক্সি চালকেরা। তারা এই জুলুমের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছে। ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়ায় চলবে না ট্যাক্সি।
গত ২৬ অক্টোবর পুলিশ এক ট্যাক্সি চালককে বেধড়ক মারে। তার পরেই গর্জে উঠেছে ট্যাক্সি চালকদের সংগঠন। হাওড়া স্টেশনের বাইরে মঞ্চ করে সেখানেই চলবে তাদের ধর্মঘট কর্মসূচি। সংগঠন প্রধানের বক্তব্য, দিনে দিনে যে ভাবে ট্যাক্সির ভাড়া কমানো হচ্ছে, তার ফলে ট্যাক্সি চালকদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তাছাড়া পুলুশি জুলুমবাজি তো আছে। পুলিশের ইচ্ছা মতো টাকা আদায় করা, নিয়ম পরিবর্তন এবং যখন তখন চালকদের মারধর করা। এই সমস্ত সমস্যার সমাধান না হওয়া পযন্ত তারা ধর্মঘট তুলবেনা বলে জানা যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.