Header Ads

বড় চমক 'থালাইভি'র টিজারে! জয়ললিতার লুকে অবিশ্বাস্য কঙ্কনা রানাওয়াত।

নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী, জয়ললিতার জীবনের প্রতিটি অধ্যায় বলবে এই ছবি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। ছবির টিজারে রীতিমতো চমকে দিয়েছেন কঙ্কনা রানাওয়াত। জয়ললিতার দু'টি লুকেই দেখা গিয়েছে তাঁকে। ছবিতে জয়ললিতার অভিনয় জীবন এবং পরে রাজনৈতিক জীবন দৃশ্যায়িত হয়েছে। প্রথমে জয়ললিতার লুকে কঙ্কনার পোস্টার প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। সেখানে কঙ্কনাকে দেখে ফোটোশপ মনে হলেও পরবর্তীতে ছবির টিজার মুক্তির পর সেই ভুল ধারণা ভেঙে যায়। কঙ্গনার এই 'অবিশ্বাস্য' লুকের নেপথ্যে রয়েছেন হলিউডের প্রস্থেটিক বিশেষজ্ঞ এবং ক্যাপ্টেন মার্ভেল খ্যাত জসন কলিন্স।
কঙ্কনা বলেছেন, ”এই শতকের সবথেকে বড় মহিলা সাফল্যের কাহিনি জয়ললিতা জি। তিনি সুপারস্টার ছিলেন এবং পরবর্তীতে নজরকাড়া রাজনীতিক হয়ে ওঠেন, মেইনস্ট্রিম ছবির জন্য এটা ভাল বিষয়। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি গর্বিত।” তবে নিন্দুকেরা কিন্তু এই ছবিতে কঙ্কনার অভিনয়ের সিদ্ধান্তকে নিছকই কাকতালীয় ভাবছেন না। শুধু 'রিল' নয়, রিয়েল লাইফেও কঙ্কনার জীবনে জয়ললিতার ছায়া দেখছেন তাঁরা। বুঝুন এবার!
দেখুন টিজার

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.