বারুইপুর হাসপাতালের চিকিৎসায় গাফিলতির ফলে এক রোগীর মৃত্যু।
নজরবন্দি ব্যুরোঃ চিকিৎসক ও হাসপাতালের গাফিলতির জন্য রোগীর মৃত্যু, এই ঘটনা নতুন নয়। এই অভিযোগ বারবার উঠে আসে চিকিৎসকদের উপরে এবং হাসপাতালের বিরুদ্ধে। এবার এই অভিযোগ উঠে এলে বারুইপুর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বারুইপুর হাসপাতালে চিকিত্স কের গাফিলতির জন্য এক রোগীর মৃত্যু ঘটে। এই ঘটনায়র ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার সন্ধেবেলায় বারুইপুরের ধপধপি এলাকার বাসিন্দা সুপর্না মিদ্যা প্রসব যন্ত্রনা নিয়ে বারুইপুর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। কোনো কারনবশত রোগীর রক্ত ক্ষরণ হতে শুরু হয়। রোগীর মৃত্যু ঘটে। তার মৃত্যুর পড়ে পরিবারের অভিযোগ, সুপর্না মিদ্যার হঠাৎ রক্ত ক্ষরণ হতে শুরু হওয়ায় বিষয়টি কর্তব্যরত নার্স ও চিকিত্সগকদের বারবার জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয় নি। সেই সময়ে তারা গল্প করতেই ব্যস্ত ছিলেন। এরফলে রক্ত ক্ষরণ হতে হতে রোগীর মৃত্যু ঘটে। সুপর্না মিদ্যার মৃত্যুর ক্ষোভে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চড়াও হন মৃতের পরিবার। যদিও এই অভিযোগ সম্পুর্ন ভাবে অস্বিকার করেছে বারুইপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
Loading...
কোন মন্তব্য নেই