Header Ads

ইডেনের বাইশ গজে ঘাস রেখেই গুটি সাজাতে চাইছে টিম বিরাট।

নজরবন্দি ব্যুরো: আর কয়েক ঘন্টার অপেক্ষা! তারপরেই ঐতিহাসিক গোলাপি টেস্টে ইডেন গার্ডেনের বাইশ গজে বল গড়াতে চলেছে। বল গড়ানোর চব্বিশ ঘন্টা আগেও দেখা যাচ্ছে ইডেনের পিচে রয়েছে সবুজ ঘাস। বাংলাদেশের বিরুদ্ধে শামি-ঈশান্ত-উমেশ কম্বিনেশনের দিকে তাকিয়েই ইডেন গার্ডেনের বাইশ গজ ঢেকে রাখা হয়েছে সবুজ ঘাসে। পিচে ঘাস থাকার ফলে ভারতীয় পেসাররা বাড়তি বাউন্স পাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে এমনটাই মনে করা হচ্ছে।
ইডেনের পিচে ঘাসের এই বাহার স্পষ্ট ইঙ্গিত দিয়ে চলেছে ইমরুল, শাদমান, মোমিনুল, মুশফিকুরদের ইডেনের বাইশ গজে ওয়েলকাম জানাতে তৈরি শামি-ঈশান্ত- উমেশ যাদবেরা। এই মুহুর্তে মহম্মদ সামি, ঈশান্ত শর্মা আর উমেশ যাদব বিশ্ব ক্রিকেটে সেরা পেস অয়্যাটাক। দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ত্রয়ী পেস বোলারেরা। ইন্দোরের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছেন সামি। ঈশান্ত ৩ আর উমেশ যাদব ৪, সঙ্গে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট। এক ইনিংস আর ১৩০ রান জয় পেয়েছে প্রথম টেস্টে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে।
দুই টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তিনদিনে ম্যাচ জিতে বাংলাদেশকে কাগজের বাঘে পরিণত করে ছেড়েছে বিরাট বাহিনী। এখন গোলাপি টেস্ট ম্যাচ, দিন রাতের। দুই দলের কাছেই প্রথম অভিঞ্জতা। গোলাপি বল বিকেলের পর সন্ধ্যে থেকে রাত আটটা পর্যন্ত কেমন আচরণ করবে, এমন সমস্ত উদ্বেগকে সঙ্গে রেখেই ব্যাটে বলে বাংলাদেশ বধের গুটি সাঁঝিয়ে চলেছে বিরাট এন্ড কোম্পানি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.