চৌকিদারের নজর এড়িয়ে বিদেশে পালাল ধর্ষনে অভিযুক্ত, শিশু অপহরণকারী স্বামী নিত্যানন্দ!
নজরবন্দি ব্যুরোঃ চৌকিদারের নজর এড়িয়ে দেশ ছেড়ে পালাল আরও এক ভণ্ড, সহজ কথায় স্বঘোষিত ধর্মগুরু। এই স্বঘোষিত ধর্মগুরুর নাম স্বামী নিত্যানন্দ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অপহরণ এবং শিশুদের বেআইনি ভাবে আটকে রাখা।গত মঙ্গলবার নিত্যানন্দর দুই অনুগামী প্রাণপ্রিয়া ও প্রিয়তত্ত্ব নামের দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নিত্যানন্দর বিরুদ্ধে প্রমাণ পায় পুলিশ এবং বুধবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। খবর পাওয়া মাত্রই দেশ ছেড়ে পালায় নিত্যানন্দ।
বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র দফতরের কাছে নাকি নিত্যানন্দর দেশ ছেড়ে পালানোর কোন তথ্যই নেই! এই প্রসঙ্গে বলা যায় এই ঘটনা নতুন নয়, চৌকিদারের নজর এড়িয়ে এর আগেও বহু প্রতারক দেশ ছেড়ে পালিয়েছে, নিরব মোদী বা বিজয় মালিয়া। এদের পালানোর বিষয়েও কোন তথ্য বিদেশ মন্ত্রকের কাছে ছিলনা।
অন্যদিকে গুজরাট পুলিশ সূত্রে খবর নিত্যানন্দকে এখানে খোঁজার চেষ্টা মানে সময় নষ্ট করা।
নিত্যানন্দ দেশে ফিরলে, তাকে গ্রেপ্তার করা হবে। আর সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে বাইরে থেকেও তাঁকে ধরে আনা যেতে পারে।
প্রসঙ্গত, যৌন কেলেঙ্কারির দায়ে ২০১০এর এপ্রিলে হিমাচলপ্রদেশের সিমলা থেকে ৫০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল নিত্যানন্দকে। ২০১৮-র জুন মাসে স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়েছিল।
বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র দফতরের কাছে নাকি নিত্যানন্দর দেশ ছেড়ে পালানোর কোন তথ্যই নেই! এই প্রসঙ্গে বলা যায় এই ঘটনা নতুন নয়, চৌকিদারের নজর এড়িয়ে এর আগেও বহু প্রতারক দেশ ছেড়ে পালিয়েছে, নিরব মোদী বা বিজয় মালিয়া। এদের পালানোর বিষয়েও কোন তথ্য বিদেশ মন্ত্রকের কাছে ছিলনা।
অন্যদিকে গুজরাট পুলিশ সূত্রে খবর নিত্যানন্দকে এখানে খোঁজার চেষ্টা মানে সময় নষ্ট করা।
প্রসঙ্গত, যৌন কেলেঙ্কারির দায়ে ২০১০এর এপ্রিলে হিমাচলপ্রদেশের সিমলা থেকে ৫০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল নিত্যানন্দকে। ২০১৮-র জুন মাসে স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়েছিল।
কোন মন্তব্য নেই