মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে দুবছর পর ফের টেনিসে ফিরছেন সনিয়া।
নজরবন্দি ব্যুরো : ২০২০-র জানুয়ারিতে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে দুবছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দিয়ে টেনিসের মূল স্রোতে ফিরছেন ভারতীয় টেনিস সুন্দরী সনিয়া মির্জা। ২০১৭-র অক্টোবরে চীনা ওপেনে শেষবার প্রতিযোগিতা মূলক টেনিসে অংশ গ্রহণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সনিয়া নিজেই ঘোষণা করেন, ' নতুন বছর হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবেন এবং তারপর অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন।
২০২০ অলিম্পিক যে তাঁর মাথায় রয়েছে, তার উল্লেখ করে সনিয়া বলেন,' শেষবার ভাগ্য দোষে পদক হাতছাড়া হয়েছে। চতুর্থ বারের জন্য আমি যদি অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারি, তা হলে সম্মানিত বোধ করব।' তার আগে অবশ্য তিনটি টুর্নামেন্ট পাবেন তিনি। তাই ডে টু ডে নিজের পরিকল্পনা সাজিয়ে নিতে চান। তেত্রিশ বছর বয়সী সনিয়া মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কোর্টে নামার আগে অমিতের মতই ছিপছিপে অবস্থায় ফিরে এসেছেন। এ প্রসঙ্গে সনিয়া বলেন,' বাচ্চা হওয়ার সময় অনেক কিছু পরিবর্তন হয়। প্রাত্যহিক রুটিন, ঘুমের রদ বদল ঘটে। কিন্তু, এখন আমি পুরো ফিট। কয়েক মাস আগেও ভাবতে পারিনি, আবার এমন ফিটনেস পাব।'
২০২০ অলিম্পিক যে তাঁর মাথায় রয়েছে, তার উল্লেখ করে সনিয়া বলেন,' শেষবার ভাগ্য দোষে পদক হাতছাড়া হয়েছে। চতুর্থ বারের জন্য আমি যদি অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারি, তা হলে সম্মানিত বোধ করব।' তার আগে অবশ্য তিনটি টুর্নামেন্ট পাবেন তিনি। তাই ডে টু ডে নিজের পরিকল্পনা সাজিয়ে নিতে চান। তেত্রিশ বছর বয়সী সনিয়া মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কোর্টে নামার আগে অমিতের মতই ছিপছিপে অবস্থায় ফিরে এসেছেন। এ প্রসঙ্গে সনিয়া বলেন,' বাচ্চা হওয়ার সময় অনেক কিছু পরিবর্তন হয়। প্রাত্যহিক রুটিন, ঘুমের রদ বদল ঘটে। কিন্তু, এখন আমি পুরো ফিট। কয়েক মাস আগেও ভাবতে পারিনি, আবার এমন ফিটনেস পাব।'

No comments