Header Ads

ফিফা র্যাঙ্কিং এ সুনীল ছেত্রীরা ১০৮, শীর্ষে বেলজিয়াম,দুইয়ে ফ্রান্স।

নজরবন্দি ব্যুরো: বছর শেষের মুখে ফিফা বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ পেয়েছে। ভারতের স্থান ১০৮ তম। বেলজিয়াম শীর্ষে আর ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। ফিফা বিশ্ব ক্রমতালিকায় ভারতের পয়েন্ট ১১৮৭। দুইধাপ নেমে সুনীল ছেত্রীরা এখন ১০৮ তম স্থানে। কিন্তু কেন এই হাল? চলতি বছরের শুরুতে এশিয়ান কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতের পারফরম্যান্স ছিল শোচনীয়। ফিফা ক্রমতালিকায় ১০০ বাইরে চলে যায় ভারত। এই অবস্থায় দলের হাল ধরেন ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিম্যাক।
নতুন কোচের প্রশিক্ষণে থাইল্যান্ডের কিংস কাপে ভারত মুখ থুবড়ে পড়ে।গত অক্টোবরে প্রকাশিত ক্রমতালিকায় ভারত১২০১ পয়েন্ট পেয়ে, ১০৬ তম স্থানে নেমে আসে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সুনীলের ভারত ওমানের কাছে হোম ও অয়্যাওয়ে মিলিয়ে দুম্যাচে হারে, আর বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে। এই পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই ক্রোয়েশিয়া কোচ ইগর স্টিম্যাকের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অন্যদিকে ফিফা ক্রমতালিকায় বেলজিয়াম প্রথম স্থানে রয়েছে। ফ্রান্স দ্বিতীয়। তালিকায় তৃতীয় এবং চতুর্থ ব্রাজিল আর ইংল্যান্ড। লিও মেসির আর্জেন্টিনা ওপরে উঠে এসেছে, নবম স্থানে। ক্রিশ্চিয়ান রোনাল্ডোর পর্তুগাল সাত এবং স্পেন ৮ নম্বরে রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.