ভাষা বিতর্ক শোরগোল, অস্ট্রেলিয়া পাকিস্তান গোলাপি বলে টেস্ট ম্যাচ ঘিরে।
নজরবন্দি ব্যুরো: অয়্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে মেলবোর্নের এক বেসরকারি রেডিও চ্যানেলের সাংবাদিক টনি তারদিও' ট্যুইট ভাষা বিতর্ককে উস্কে দিয়েছে। আসলে টনি তারদিও ট্যুইটারে লিখেছেন,"অয়্যাডিলেড ওভালে ফক্স স্পোর্টসকে পাকিস্তানের এক পেস বোলারের সাক্ষাৎকার শুনলাম। একটা কথা নিশ্চিত করে বলতে পারি, ওর বলা একটা শব্দও আমি বুঝতে পারিনি।"
এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোনন্স পাল্টা ট্যুইট করে লিখেছে,"ওরা অন্তত চেষ্টা করেছে। ওদের দ্বিতীয় ভাষা ইংরেজি। আমাদের ছেলেরা কিন্তু আরব আমিরশাহিতে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময়ে উর্দুতে কথা বলতে পারবে না।" ডিন জোনন্সকে সমর্থন করে অনেকে এগিয়ে এসেছেন। ভাষা বিতর্ক এর আগেও ক্রীড়াক্ষেত্রে মাথাচাড়া দিয়েছে। বর্ণবিদ্বেষ বা কুখ্যাত 'মাঙ্কি গেট' ক্ষত বাইশ গজের ব্যাট বলের লড়াইতে দগদগে হয়ে রয়েছে। স্লেজিং বিতর্কে তোলাপাড় হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেট। 'জেন্টলম্যান গেম' ক্রিকেট বারে বারে হয়েছে কলুষিত।

No comments