খুশির খবর! ১০ দিন টানা নীচের দিকে থাকবে পেট্রোলের দাম।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় ১০দিনে বাড়েনি পেট্রোলের দাম ,বরং উলটে কিছুটা কমেছে। অল্প হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।
অক্টোবরের ২৪ তারিখ কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৫.৮২ টাকা। এর পর থেকে আজ অবধি অর্থাৎ টানা ১০ দিন আর বাড়েনি পেট্রোলের দাম। তবে ধীরে ধীরে দাম নেমেছে নীচের দিকে। ২৫ অক্টোবর দাম কমে ৯ পয়সা ও ২৬ অক্টোবর আরও ১০ পয়সা দাম কমে দাম দাঁড়ায় ৭৫.৬৩ টাকায়।
এরপর ২৮ অক্টোবর অবধি দাম ছিল ৭৫.৬৩ টাকাতে স্থিতিশীল। ২৯ তারিখ ফের ৬ পয়সা দাম কমে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়ায় ৭৫.৫৭ টাকা। ৩০ ও ৩১ মাসের শেষ দুই দিন দামের পরিবর্তন না হলেও ১ নভেম্বর আবার কমে দাম। মাত্র ০.২ টাকা কমে পেট্রোলের দাম দাঁড়ায় ৭৫.৫৫ টাকায়।
পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও বাড়েনি শেষ ১০ দিনে।
উল্লেখযোগ্য ভাবে ফের ২ নভেম্বরও কমে দাম। পেট্রোলের দাম দাঁড়ায় লিটার পিছু ৭৫.৫২ টাকা।অর্থাৎ আজ ৩ নভেম্বর রবিবার পেট্রোলের দাম থাকছে ৭৫.৫২ টাকা।
তাই এবার আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। হয়তো এবার রাশ টানা যাবে পেট্রোলের দামে।
অক্টোবরের ২৪ তারিখ কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৫.৮২ টাকা। এর পর থেকে আজ অবধি অর্থাৎ টানা ১০ দিন আর বাড়েনি পেট্রোলের দাম। তবে ধীরে ধীরে দাম নেমেছে নীচের দিকে। ২৫ অক্টোবর দাম কমে ৯ পয়সা ও ২৬ অক্টোবর আরও ১০ পয়সা দাম কমে দাম দাঁড়ায় ৭৫.৬৩ টাকায়।
এরপর ২৮ অক্টোবর অবধি দাম ছিল ৭৫.৬৩ টাকাতে স্থিতিশীল। ২৯ তারিখ ফের ৬ পয়সা দাম কমে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়ায় ৭৫.৫৭ টাকা। ৩০ ও ৩১ মাসের শেষ দুই দিন দামের পরিবর্তন না হলেও ১ নভেম্বর আবার কমে দাম। মাত্র ০.২ টাকা কমে পেট্রোলের দাম দাঁড়ায় ৭৫.৫৫ টাকায়।
পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও বাড়েনি শেষ ১০ দিনে।
উল্লেখযোগ্য ভাবে ফের ২ নভেম্বরও কমে দাম। পেট্রোলের দাম দাঁড়ায় লিটার পিছু ৭৫.৫২ টাকা।অর্থাৎ আজ ৩ নভেম্বর রবিবার পেট্রোলের দাম থাকছে ৭৫.৫২ টাকা।
তাই এবার আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। হয়তো এবার রাশ টানা যাবে পেট্রোলের দামে।
Loading...
কোন মন্তব্য নেই