সবাইকে পিছনে ফেলে সৃজিতের নতুন ফেলুদা টোটা।
নজরবন্দি ব্যুরোঃ আবির চ্যাটার্জি এবং পরমব্রতর পর এবার নতুন ফেলুদা হিসেবে আড্ডা টাইমসের ওয়েব সিরিজে টোটা রায়চৌধুরিকে দেখা যাবে ফেলুদার ভূমিকায়। সিরিজটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। শুধু তাই নয় জটায়ুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তবে তোপসের খোঁজ এখনও চলছে। কে হবেন সৃজিতের ফেলুদা? নাম ছিল অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং টোটা রায় চৌধুরীর। তবে সবাইকে পিছনে ফেলে তিনি হলেন নতুন ফেলুদা।
এই চরিত্র পাবার পর টোটা টুইট করে বলেছেন-“আন্তরিক ধন্যবাদ অধিনায়ক সৃজিত মুখার্জি। যারা আমায় ভোট দিয়েছ আর আমার পক্ষে জোরাল বক্তব্য রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ। আমার শেষটুকু নিংড়ে দেব তোমাদের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রাখার জন্য। যাদের আমার মনোনয়ন পছন্দ হয়নি তাদের বিনীত অনুরোধ, একবার সুযোগ দিয়েই দেখুন না”। তাই আপাতত কেমন হবে নতুন ফেলুদার অভিনয় সমৃদ্ধ এই ওয়েব সিরিজ সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে দর্শকরা।

No comments