দুধওয়ালা রাজিবের সাহায্যে জিয়াগঞ্জের খুনের মামলায় একধাপ এগোল পুলিশি তদন্
নজরবন্দি ব্যুরোঃ জিয়াগঞ্জের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক হত্যাকান্ড মামলায় একধাপ এগোল পুলিশ। হত্যার প্রত্যক্ষদর্শী দুধওয়ালা রাজিব এর সাহায্যেই এটা সম্ভব হয়েছে। অভিযুক্ত উৎপল বেহরাকে টিআই প্যারেডে শনাক্ত করলেন মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী রাজিব । এর ফলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমানে অনেকটাই সুবিধা হবে তদন্তকারী পুলিশদের।
গত ৮ অক্টোবর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকার লেবুবাগানের বাড়িতে খুন হন পেশায় প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং পুত্র। খুন করে পালানোর আগেই তাকে দেখে নেয় দুধওয়ালা রাজিব দাস। তিনি ঘটনাটি প্রথমে সকলকে জানান। সোমবার লালবাগ সংশোধনাগারে উৎপল বেহরাকে সনাক্ত করে প্রত্যক্ষদর্শী রাজিব দাস। খুনের কারণ হিসাবে জানা যায়, বিমার টাকা আত্মসাৎ করার রাগেই উৎপল সপরিবার ওই শিক্ষককে খুন করে। খুনের পরে রাজিব দাস পুলিশকে জানায় গেঞ্জি প্যান্ট পরে এক ব্যক্তি কে সে শিক্ষকের বাড়ি থেকে পালিয়ে যেতে দেখে। সেই কারনেই তাকে টিআই প্যারেডে ডাকা হয় খুনির সনাক্তকরনের জন্য।
Loading...
কোন মন্তব্য নেই