ভারতীয় বোর্ডের কাছে প্রস্তাব গোলাপি বলে টেস্ট ম্যাচের।
নজরবন্দি ব্যুরোঃ একটি বাংলা দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের চিফ এগজিকিউটিউভ অফিসার কেভিন রবাটর্স ভারতীয় ক্রিকেট বোর্ডকে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিতে চলেছে। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের ভারত গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে নামছে। এই ঘটনার প্রতিক্রিয়াতে বাংলা দৈনিকে ইমেলে উত্তর দিয়ে কেভিন রবাটর্স জানিয়েছেন, ‘আমরা দারুণ খুশি হয়েছি শুনে যে, বাংলাদেশের বিরুদ্ধে একটি দিনরাতের টেস্ট খেলতে চলেছে ভারত। আমরাও ওদের সঙ্গে দিনরাতের টেস্ট খেলার ব্যাপারে কথা বলতে চাই।’ এক বছর আগের ঘটনা। অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়েছিল অ্যাডিলেডে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য। কিন্তু ভারত দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে অস্বীকার করেছিল। আগামি বছরের শেষের দিকে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। এই সফরের আগেই অজি ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে কথা সেরে ফেলতে চায়। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলিদের চারটি টেস্ট ম্যাচ খেলতে হবে। অজি ক্রিকেট বোর্ড চাইছে একটি টেস্ট ম্যাচ দিন রাতের করাতে। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হতেই ভারত দেশের মাটিতে টাইগার্সদের বিরুদ্ধে দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে। স্বভাবতই অন্যন্যা ক্রিকেট খেলিয়ে দেশের বোর্ড সংস্থাও ভারতের সঙ্গে দিন রাতের টেস্ট ম্যাচ খেলতে এতে উৎসাহিত হবে। অজি ক্রিকেটের অধিকর্তা কেভিন রবাটর্স জানিয়েছেন, ‘ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্ট ম্যাচ হয়ে যাওয়ার পর আমরা ওদের সঙ্গে যোগাযোগ করব। ২০২০-২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের সময় দিনরাতের টেস্ট আয়োজন করার ব্যাপারে কথা বলতে চাই।’
Loading...
কোন মন্তব্য নেই