Header Ads

'স্টাফ প্যাটার্ন কার্যকর করা হচ্ছে না!' শিক্ষকদের জন্যে সুখবর।

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকার 'স্টাফ প্যাটার্ন' নিয়ে জোড়া বিজ্ঞপ্তি জারি করেছিল। এই জোড়া বিঞ্জপ্তি ঘিরে রাজ্যের শিক্ষক মহলে বিভ্রান্তি ছড়ায়, তৈরি হয় ক্ষোভ। শিক্ষক মহলে ক্ষোভ প্রশমনের জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র নিজের ফেসবুক ওয়ালে স্টাফ প্যাটার্ন বিজ্ঞপ্তি নিয়ে বক্তব্য পোস্ট করে লিখেছেন, এই নির্দেশ আপাতত 'স্থগিত'। আর এই পোস্ট ঘিরেই যত বিতর্ক।
ওই তৃণমূল নেতা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,'শিক্ষা দফতরের সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আপাতত স্টাফ প্যাটার্ন কার্যকর করা হচ্ছে না- আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে।' ইতিমধ্যেই এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। অশোক রুদ্র তৃণমূল নেতা নিজের ফেসবুক পোস্ট আরও লিখেছেন, 'ফেসবুকে আমি যতটা লিখেছি ওটাই আমার বক্তব্য।এর বাইরে আমি আর কিছু বলবো না। যে স্টাফ প্যাটার্ন ছিল, সেটা আপাতত স্থগিত। বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। শিক্ষামন্ত্রীর কাছে আমি শিক্ষিকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।' কবে রাজ্য সরকার বিজ্ঞপি জারি করবে?
এই নিয়ে শাসক দলের নেতা অশোক রুদ্র পোস্ট করে লিখেছেন,'আমি আর কিছু বলবো না। আরে ভাই,আপনি যদি সাংবাদিক হন, তাহলে আপনার জানা উচিত বিজ্ঞপ্তি জারি হবেই। আশ্চর্য কথা।' তিনি আরও লিখেছেন,'আমি আমার শিক্ষক সমাজকে, সংগঠনে যারা আছেন, অনেক শিক্ষক মহাশয় তো আছেন, তাঁদের জানানোর জন্য এটা আমি বললাম। অনেকে এটা নিয়ে মিথ্যে, ভুল প্রচার করছেন। তার জন্য জানালাম। এবার যেটা করার সরকার সেটা করবে। যেভাবে বিঞ্জপ্তি দেওয়ার দরকার সেভাবেই বিজ্ঞপ্তি দেবে নিশ্চয়ই।' প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কোন বিষয়ে সরকারি বিঞ্জপ্তি জারি করা হলে পরবর্তী সময়ে পূর্ববর্তী বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হলে পুনরায় বিজ্ঞপ্তি জারি করেই তা প্রত্যাহারের নিয়ম। এক্ষেত্রে তা করাই হয়নি। উল্টে প্রশাসনিক সিদ্ধান্ত ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করে প্রচার চলছে। কেন সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হল না? এই প্রশ্নই এখন ঘুরপাক খেয়ে চলেছে রাজ্যের শিক্ষক মহলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.