আবার মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা, এবার পার্ক স্ট্রীটের এক বস্ত্র বিপণিতে ।
নজরবন্দি ব্যুরোঃ আবার মহানগরীতে অগ্নিকাণ্ডেরঘটনা। এবার পার্ক স্ট্রীটের এক বস্ত্র বিপণিতে ভয়াবহও আগুন লাগে বুধবার গভীর রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে আগুন। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা সময়মতো কাজ করেনি। ছয়তলা বহুতলের দোতলায় রয়েছে একটি বস্ত্র বিপণির শএারুম।
শোরুমটি প্রায় তিন হাজার বর্গ ফুটের। পুরো শোরুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে।দমকলের ডিজি জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভার পরেই তদন্ত শুরু করা হবে। বহুতলে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল। সেই জল দিয়েই আগুন নেভানেোর কাজ করা হয়েছে। আগুন নেভাতে ভিতরের কম্পার্টমেন্টগুলির অনেকগুলির দেওয়ার ভাঙা হয় বলে জানিয়েছেন তিনি।
শোরুমটি প্রায় তিন হাজার বর্গ ফুটের। পুরো শোরুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে।দমকলের ডিজি জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভার পরেই তদন্ত শুরু করা হবে। বহুতলে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল। সেই জল দিয়েই আগুন নেভানেোর কাজ করা হয়েছে। আগুন নেভাতে ভিতরের কম্পার্টমেন্টগুলির অনেকগুলির দেওয়ার ভাঙা হয় বলে জানিয়েছেন তিনি।

No comments