Header Ads

ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' ক্রিকেটারদের দিলেন এই পরামর্শ।

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে 'দ্য ওয়াল' এই অভিধা কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে জড়িত। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অনেক চড়াই উৎড়াই দেখেছেন। কাছ থেকে দেখেছেন অনেক ক্রিকেটারকে। এখন রাহুল দ্রাবিড় জাতীয় ক্রিকেট আকাদেমি বা এনসিএ প্রধান। দ্রাবিড় দেশের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিতে গিয়ে বলেছেন, এখন ক্রিকেট আগের থেকে অনেক বেশি প্রতিযোগিতামূলক। ক্রিকেটারদের অনেক বেশি চাপ নিয়ে খেলতে হয়। রাহুল দ্রাবিড়ের কথায়, প্রতিযোগিতা এখন এত বেশি যে শিশুদের সারা বছর ক্রিকেট খেলতে হয়। দলে সুযোগ পেলেও জায়গা ধরে রাখা কঠিন।
এই জায়গাতেই রাহুল দ্রাবিড়ের পরামর্শ, নিজের লক্ষ্য ঠিক রাখতে এবং বড় ম্যাচে রান পেতে হলে ক্রিকেটারদের মানসিক স্থিতি ঠিক রাখা প্রয়োজন। সম্প্রতি গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলির ঘটনা উল্লেখ করে এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় বলেছেন, এমন ঘটনা ক্রিকেটে ঘটতেই পারে। দ্রাবিড় এই প্রসঙ্গে বলেছেন, পারফরম্যান্সের সঙ্গেই নিজের মানসিক দিক ঠিক রাখা ক্রিকেটারের কর্তব্য। এরজন্য ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। রাহুলের কথায়, চরম সাফল্যে অধিক উচ্ছ্বাস যেমন উচিত নয়, আবার ব্যর্থতার সময়ে ভেঙে না পড়ে, সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই হবে ক্রিকেটারেদের আসল কাজ। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য বিষয়টি কোচদের দেখা উচিত এমনটাই মনে করেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.