Header Ads

কেন দিন রাতের টেস্ট গোলাপি বলে খেলা হয় জানেন কি?

নজরবন্দি ব্যুরো: টেস্ট ম্যাচ লাল বলে, দিন রাতের একদিনের ম্যাচ সাদা বলে। কিন্তু দিন রাতের টেস্ট ম্যাচ সাদা বলে না খেলে গোলাপি বলেই কেন খেলা হয়? কারণ প্রকাশ্যে আনলো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। দৃশ্যমানতার কারণে দিন রাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হয়। আসলে টেস্ট ম্যাচে দুই দলের ক্রিকেটারেরা সাদা রঙের পোশাক পড়ে ক্রিকেট খেলে। বল থাকে লাল। এই বল যদি লালের বদলে সাদা হতো তাহলে ব্যাটসম্যানদের ব্যাটিং করার সময়ে দৃশ্যমানতার সমস্যার মুখে পরতে হতো। মাঠে ১১ জন ফ্লিডার সাদা রঙের পোশাক পড়ে ফ্লিডিং করে। সাদা বল ফ্লিডারদের পোশাকের সঙ্গে মিশে যাবে। দৃশ্যমানতার সমস্যার কারণেই আইসিসি টেস্ট ম্যাচ লাল বলে আয়োজিত করে থাকে। আবার একদিনের ম্যাচ দিন রাতের হলেও দুই দল রঙিন পোশাক পড়ে। ফ্লিডারদের রঙিন পোশাক পড়ে ফ্লিডিং করতে হয়। দিন রাতের একদিনের ম্যাচে সাদা বলে ব্যাট করতে ব্যাটসম্যানদের দৃশ্যমানতার সমস্যার কম মুখোমুখি হতে হয়।
তাই আইসিসির এমন সিদ্ধান্ত। কিন্তু দিন রাতের গোলাপি টেস্টে আইসিসি লাল আর সাদা বলের মধ্যবর্তী অবস্থান হিসেবে গোলাপি বল বেছে নিয়েছে। কারণ আইসিসি সমীক্ষা করে দেখেছে, টেস্ট ম্যাচে একটি বল দিয়ে সর্বচ্চো ৮০ ওভার খেলা যেতে পারে। এরপরে ফ্লিডিং দলের অধিনায়ক বল বদল করতে চাইলে বল বদল করে নতুন বিল নিতে পারেন। লাল বলের তুলনায় সাদা বল তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে ৮০ ওভার খেলা হলে দৃশ্যমানতার সমস্যা হতে পারে। আর এই কারণে আইসিসি দিন রাতের টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.