ফোন করে ডেকে নিয়ে খুন বাম কর্মী, নিহতের স্ত্রীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নজরবন্দি ব্যুরো: মাত্র একমাসের ব্যবধান। ফের নদীয়া জেলায় খুন হয়ে গেল সিপিআই এম কর্মী সফিউর রহমান ওরফে টিঙ্কু (৪২)। নিহত বাম কর্মীর স্ত্রী পারভিনা শেখের অভিযোগ, এই খুনের পিছনে তৃণমূল জড়িত। তার স্বামীকে গুলি করেছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সরিফুল শেখ। নিহতের স্ত্রী দাবি করেছেন, স্থানীয় মুণ্ডমালিতলায় কবাডি প্রতিযোগিতা চলছিল।
পৌনে নটার সময়ে বাড়ি ফিরে আসে তার স্বামী। তখনই ফোন করে ডেকে নেয় সরিফুল। নিহতের স্ত্রী পারভিনার অভিযোগ, স্বামীকে রাতে বের হতে বারণ করেছিলাম। কথা শোনেনি। স্থানীয় ট্রেকার স্ট্রান্ডের সামনে একটি চায়ের দোকানের সামনে আসতেই সফিউরকে গুলি করা হয়। গুলি চালিয়েছে সরিফুল শেখ। অপর তৃণমূল পঞ্চায়েত সদস্য নতি মোল্লা খুন হওয়ার সময় ঘটনাস্থলে ছিল। খুনের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিল নতি মোল্লা। গুলিবিদ্ধ বাম কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল প্রায় আধঘণ্টা।
স্থানীয়রা গুলিবিদ্ধ সফিউর রহমানকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় গুলিবিদ্ধ বাম কর্মীর। নদীয়া জেলা পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত সরিফুল শেখ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে খইরুল শেখ, আনু মল্লিক, কঁদম খা নামে তিন ব্যক্তিকে। শুক্রবার নিহতের ময়নাতদন্ত হবে।
Loading...
কোন মন্তব্য নেই