'কর্ণাটক প্রিমিয়ার লিগ' গড়াপেটা তদন্তে জেরার মুখে জাতীয় দলের প্রাক্তন পেসার
নজরবন্দি ব্যুরো: কেপিএল(কর্ণাটক প্রিমিয়ার লিগ)-এ গড়াপেটা তদন্তের জন্য ডেকে পাঠানো হল জাতীয় দলের প্রাক্তন পেসার অভিমন্যু মিঠুনকে। সেখানে জেরা করা হতে পারে তাঁকে। কেপিএলে শিবমোগ্গা লায়ন্সের অধিনায়ক মিঠুন। তিনি এখন টি২০ ম্যাচ খেলতে সুরাতে রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, সিসিবি-র (সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ) জেরা জন্য আমরা মিঠুনকে ডেকে পাঠিয়েছি। তিনি আরও জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে টেস্ট ও ওয়ানডে খেলা অভিমন্যু মিঠুনকে ডেকে পাঠানোর পরেই বিসিসিআইকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
কেপিএলে অভিমন্যু মিঠুন প্রথমে খেলেছিলেন মালনাদ গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তারপরে বিজপুর বিলস। এবং সেখান থেকে গত মরশুমে তিনি শিবমোগ্গা লায়ন্সের জার্সি গায়ে চাপিয়েছিলেন। কেপিএল গড়াপেটায় তদন্ত জুলাই মাসে শুরু হওয়ার পর থেকে সিসিবি এখনও পর্যন্ত ৮জনকে গ্রেফতার করেছে। এই তালিকায় রয়েছেন কেপিএল চ্যাম্পিয়ন দল বেলাগাভি প্যান্থার্স-এর মালিক আলি আসফাক থারাও। কর্ণাটক আদালত বুধবারেই থারার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত সপ্তাহে আবার সিসিবি-র তরফে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেপিএল টিম ম্যানেজারদের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে পাঠানো হয়েছে।
কেপিএলে অভিমন্যু মিঠুন প্রথমে খেলেছিলেন মালনাদ গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তারপরে বিজপুর বিলস। এবং সেখান থেকে গত মরশুমে তিনি শিবমোগ্গা লায়ন্সের জার্সি গায়ে চাপিয়েছিলেন। কেপিএল গড়াপেটায় তদন্ত জুলাই মাসে শুরু হওয়ার পর থেকে সিসিবি এখনও পর্যন্ত ৮জনকে গ্রেফতার করেছে। এই তালিকায় রয়েছেন কেপিএল চ্যাম্পিয়ন দল বেলাগাভি প্যান্থার্স-এর মালিক আলি আসফাক থারাও। কর্ণাটক আদালত বুধবারেই থারার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত সপ্তাহে আবার সিসিবি-র তরফে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেপিএল টিম ম্যানেজারদের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব চেয়ে পাঠানো হয়েছে।

No comments