আবারও নতুন করে মা হচ্ছেন করিনা কাপুর!
নজরবন্দি ব্যুরোঃ মা হচ্ছেন করিনা কাপুর খান, চলুন বিষয়টি তাহলে খুলেই বলা যাক। ১৮ তারিখে মুক্তি পায় গুড নিউজ ছবির ট্রেলার, আর সেখানে দেখানো হয় অক্ষয় কুমার এবং করিনা কাপুর দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নেন আইভি এফ পদ্ধতির মাধ্যমে মা হবেন অক্ষয় কুমার এর স্ত্রী করিনা
অন্যদিকে দলজিত সিং দোসাঞ্জের স্ত্রী কিয়ারাও আইভিএফ পদ্ধতিতে মা হবেন বলে জানা যায়। আর গন্ডগোল শুরু হয় সেখানেই যখন দেখা যায় একের স্পার্ম অন্যের গর্ভে প্রবেশ করানো হয় অথাৎ অক্ষয় এর স্পার্ম চলে যায় করিনার গর্ভে।শেষ পর্যন্ত এদের জীবনে কী হয় তা দেখতে ২৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অন্যদিকে দলজিত সিং দোসাঞ্জের স্ত্রী কিয়ারাও আইভিএফ পদ্ধতিতে মা হবেন বলে জানা যায়। আর গন্ডগোল শুরু হয় সেখানেই যখন দেখা যায় একের স্পার্ম অন্যের গর্ভে প্রবেশ করানো হয় অথাৎ অক্ষয় এর স্পার্ম চলে যায় করিনার গর্ভে।শেষ পর্যন্ত এদের জীবনে কী হয় তা দেখতে ২৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কোন মন্তব্য নেই