Header Ads

রোহিতের দুরন্ত ক্যাচ, ভারতীয় বোলারদের দাপটে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

নজরবন্দি ব্যুরো: গোলাপি টেস্টের প্রথম দিনের লাঞ্চের বিরতি পর্যন্ত বাংলাদেশ ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা। দ্বিতীয় স্লিপে রোহিত শর্মা বাঁজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে মোমিনুল হকের ক্যাচ, উমেশ যাদবের বলে ঐতিহাসিক গোলাপি টেস্টে টিম ইন্ডিয়ার টিম স্পিরিটকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। গোলাপি টেস্টের প্রথম ঘন্টাতে চার উইকেট উপড়ে পড়ে গিয়েছিল। প্রাথমিক ধাক্কা আর সামলে উঠতে পারেনি মুশফিকুরেরা।
বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে ভারতের প্রথম উইকেট শিকারি ঈশান্ত শর্মা, ইমরুল কায়েসকে ৪ রানে এলবিডবলু করে। ইতিহাসের পাতায় ঈশান্তের নাম জুড়ে গেছে আরও একটি কারণে। কেননা ভারতীয় পেস বোলার ঈশানের হাত ঘুরেই প্রথম গোলাপি টেস্টে বল গড়িয়েছে, ব্যাট হাতে ছিল শাদমান ইসলাম। ১৫ রানে বাংলাদেশের প্রথম উইকেট পড়ার পর, মাত্র দুই রানের ব্যবধানে পড়ে গেল আরও ২ উইকেট। খড়কুটোর মতো উড়ে গেল বাঘেরা। উমেশের বলে বাংলাদেশের অধিনায়ক মোমিনুলের খোঁচা ডানদিকে বাঁজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে রোহিতের অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি হতেই চার্জড হয়ে ওঠে টিম বিরাট।
শূন্য রানে বাংলাদেশ অধিনায়ককে প্যাভিলিয়নে ফিরে যেতে দেখে ভরা ইডেন গার্ডেনের দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে। উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋদ্ধিমান সাহা ছিলেন অপ্রতিরোধ্য। উমেশের বলে বাংলাদেশ ওপেনার শাদমান আর ঈশান্তের বলে মাহমুদুল্লাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন সুপারম্যানের স্টাইলে ক্যাচ ধরে। এখনও পর্যন্ত ভারতের ঈশান্ত ২, উমেশ ৩, সামি ১ উইকেট নিয়েছে। সন্ধ্যে আর রাতের সেশনে ঐতিহাসিক গোলাপি বলে দিন রাতের টেস্টের প্রথম দিনের খেলা বাকি রয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.