Header Ads

নদীর চড়ে ভেসে উঠলো মহিলার মৃতদেহ।

নজরবন্দি ব্যুরো: পূর্ব মেদিনীপুরের কুকরাহাটিতে হুগলি নদীর চড়ে অঞ্জাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুকুড়াহাটি পুলিশ ফাঁড়ি দেহ উদ্ধার করেছে। সূতাহাটা থাকা সূত্রে খবর, দেহটিকে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে অঞ্জাত পরিচয়ের ওই মহিলার দেহে পচন ধরেছে। তাই মহিলার বয়স এবং পরিচয় ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূতাহাটা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার কুকুড়াহাটি জেটি ঘাটের থেকে কিছুটা দূরে নদীর চড়ে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই মৃত মহিলার হাতে শাখা পরা ছিল।
তবে মহিলা স্থানীয় অথবা বাইরের বাসিন্দা তা বোঝা যাচ্ছিল না। দেহে পচন ধরায় ঠিকমতো চেনা যাচ্ছিল না। সূতাহাটা থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোন নিখোঁজ ডায়রি নথিবদ্ধ হয়নি। তবে আশেপাশের থানায় এই অঞ্জাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার ঘিরে তথ্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ওই মহিলার মৃত্যুর প্রাথমিক কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.