হাত-পা বাঁধা অবস্থায় বহিষ্কৃত ১৪৫ জন ভারতীয়, অমানবিক মার্কিন প্রশাসন!
নজরবন্দি ব্যুরো: হাত - পা বাঁধা অবস্থায় দেশে ফিরলেন আমেরিকা থেকে বহিষ্কৃত ১৪৫ জন ভারতীয়। এঁদের মধ্যে রয়েছে তিনজন মহিলা। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করার অভিযোগ রয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ও তাঁরা অন্যায়ভাবে ছিলেন আমেরিকায়। কেউ কেউ আবার অনুপ্রবেশ করেছিলেন কোনোরকম কাগজপত্র ছাড়াই। ফলে তাদের আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে।
চাটাড বিমানে চাপিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে ১৪৫ জন ভারতীয়দের। কিন্তু তাঁদের আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর দেখা যায় তাঁদের সবার হাত - পা ফাইবারের দড়ি দিয়ে বাঁধা। এরপরই এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ট্যারামাকে পৌঁছনোর পর তাঁদের হাত - পায়ের দড়ি খুলে দাওয়া হয়। জানা গিয়েছে, অ্যারিজিনা থেকে বিশেষ বিমানে চাপিয়ে তাঁদের প্রথমে ঢাকা পরে দিল্লিতে নামানো হয়। একজন এরকমই বহিষ্কৃত ভারতীয় হরিয়ানা কয়থলের ২৫ বছরের বাসিন্দা বিমান থেকে নেমেই সংবাদমাধ্যমকে বলেন, ' যেন ধড়ে প্রাণ এলো। দড়ি দিয়ে হাত - পা বেঁধে রাখায় কবজিতে, পায়ে ও কোমরে অসহ্য ব্যাথা রয়েছে। দেশে ফিরতে পেরে যেন বাচলাম। রোজগারের আশায় আমেরিকা গিয়েছিলাম। ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।
আমাদের আমেরিকায় একটি ডিটেশন ক্যাম্পে রাখা হয়েছিল। সেখানে খাবার, জল ও ওষুধ দেওয়া হত। দূরব্যবহার ও করা হত। তবে ওরা বলেছিল দ্রুত ভারতে পাঠাবে। আমাদের সঙ্গে বিমানে চাপিয়ে অনেক বাংলাদেশীকেও ফেরত পাঠিয়েছে ওরা।' তিনি আরও জানান,' আমরা অনেকেই ২৫ লক্ষ করে টাকা দিয়েছিলাম দালালকে। তারপর ভুয়ো কাগজপত্র তৈরি করে আমেরিকায় ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে ওরা। কিন্তু এখন পুরো টাকাটাই জলে গেল।'
ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গত ১৮ অক্টোবর মেক্সিকো থেকে ৩০০ জন ও ২৩ অক্টোবর আমেরিকা থেকে ১১৭ জন ভারতীয়কে বহিষ্কৃত করা হয়েছে। এবং আরও ২০০ জনকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হবে। বহিষ্কৃতদের বিরুদ্ধে অবৈধভাবে আমেরিকা ও মেক্সিকোতে বসবাস করার অভিযোগ রয়েছে। কিন্তু অমানবিকভাবে ১৪৫ জন ভারতীয়কে হাত - পা বাঁধা অবস্থায় ভারতে পাঠানো চরম নিন্দনীয়। এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন ভারতীয়রা।
চাটাড বিমানে চাপিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে ১৪৫ জন ভারতীয়দের। কিন্তু তাঁদের আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর দেখা যায় তাঁদের সবার হাত - পা ফাইবারের দড়ি দিয়ে বাঁধা। এরপরই এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ট্যারামাকে পৌঁছনোর পর তাঁদের হাত - পায়ের দড়ি খুলে দাওয়া হয়। জানা গিয়েছে, অ্যারিজিনা থেকে বিশেষ বিমানে চাপিয়ে তাঁদের প্রথমে ঢাকা পরে দিল্লিতে নামানো হয়। একজন এরকমই বহিষ্কৃত ভারতীয় হরিয়ানা কয়থলের ২৫ বছরের বাসিন্দা বিমান থেকে নেমেই সংবাদমাধ্যমকে বলেন, ' যেন ধড়ে প্রাণ এলো। দড়ি দিয়ে হাত - পা বেঁধে রাখায় কবজিতে, পায়ে ও কোমরে অসহ্য ব্যাথা রয়েছে। দেশে ফিরতে পেরে যেন বাচলাম। রোজগারের আশায় আমেরিকা গিয়েছিলাম। ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।
কোন মন্তব্য নেই