Header Ads

মহিলা টি ২০ ম্যাচে বিশ্বরেকর্ড মিচেল স্টার্কের স্ত্রীর।


নজরবন্দি ব্যুরো: মহিলাদের আন্তজার্তিক টি ২০ ফরম্যাটে বিশ্বরেকর্ড অস্ট্রেলীয় ব্যাটসম্যান অয়্যালিসা হিলির। এই ফরম্যাটে সর্বাধিক রানের মালকিন এখন অজি পেস বোলার মিচেল স্টার্কের স্ত্রীর। নর্থ সিডনি ওভালে ৪৬ বল খেলে সেঞ্চুরি করে ফেলে অয়্যালিসা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টি ২০ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ৬১ বল খেলে অপরাজিত ১৪৮ রান করে ফেলে অয়্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্বিতীয় দ্রুততম বিশ্বরেকর্ড। সতীর্থ মেগ ল্যানিং ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে এই ফরম্যাটে দ্রুততম শতরানের মালকিন বনে ছিলেন। আর বুধবার ২২ গজের নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ল্যানিং সতীর্থ অয়্যালিসা হিলির নয়া রেকর্ড গড়তে দেখলেন। ১৯ টি চার আর ৭ টি ছয়ে সাজানো ছিল অয়্যালিসার ইনিংস। ২০ ওভারে অজি শিবির অয্যালিসার দাপটে ২২৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ৯৪ রান তোলে। ১৩২ রানে জিতে অস্ট্রেলিয়া ৩-০ সিরিজে পকেটে পুড়ে ফেলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.