Header Ads

প্রোটিয়াদের বিরুদ্ধে অভিষেক ম্যাচে শতরান হিটম্যান রোহিতের।


নজরবন্দি ব্যুরো: অভিষেক টেস্টে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে শতরান ভারতীয় ওপেনার রোহিত শর্মার। ১৫৪ বল খেলে সেঞ্চুরি হাঁকিয়ে দেন হিটম্যান রোহিত। ১০ টি চার আর ৪ টি ছয়ে সাজানো মুম্বইকর রোহিতের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে লোকেশ রাহুলকে ছেঁটে ফেলে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে স্কোয়াডে রেখেছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে আসতেই রোহিতকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। একই দিনে লোকেশ রাহুল ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়ে ছিল। ফলে আরও বেশি করে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল রোহিতকে। কিন্তু অনুশীলন ম্যাচ আর সরকারি ম্যাচ আলাদা এবং ভিন্ন মেজাজের।বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে  প্রথম টেস্টে নিজের অভিষেক ম্যাচে শতরান করে ২২ গজে ব্যাট ঠুকে হুঙ্কার দিয়ে রাখলেন রোহিত শর্মা  তিনি লম্বা রেসের ঘোড়া। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে রোহিত ভারতকে  প্রোটিয়াদের বিরুদ্ধে শক্ত ভিতের ওপর দাড় করিয়ে দিয়েছে। এই কপি লেখার সময় রোহিত ১৭৪ বলে অপরাজিত ১১৫ আর মায়াঙ্ক আগরওয়াল ১৮৩ বল খেলে অপরাজিত ৮৪ রান করেছে। ভারত বিনা উইকেটে ২০২ রান তুলেছে স্কোরবোর্ডে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.