Header Ads

টাইগারদের বিরুদ্ধে টি ২০ সিরিজে নেই কোহলি, ফিরবেন টেস্টে।

নজরবন্দি ব্যুরো: নভেম্বরে বাংলাদেশ ভারতে আসছে টি ২০ এবং টেস্ট ম্যাচের সিরিজ খেলতে। টাইগারদের বিরুদ্ধে আসন্ন এই সিরিজের টি ২০ ফরম্যাটে নেতৃত্ব দিতে দেখা যাবে না ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। টানা ক্রিকেট খেলে চলেছেন ক্যাপ্টেন কোহলি। মার্চ মাস থেকে টানা ক্রিকেটের ধকল থেকে সাময়িক ছুটি কাটাতে এই সিদ্ধান্ত এমনটাই জানা গিয়েছে। অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ, আইপিএল, বিশ্বকাপ, ক্যারিবিয়ান সফর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলেছে বিরাট।

জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর থেকে খেলে চলেছেন। আগামি বছর টি ২০ বিশ্বকাপ। তাই সাময়িক ছুটিতে গিয়ে এক্কেবারে তরতাজা হয়ে মাঠে নামতেই এমন সিদ্ধান্ত। ২৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে দল নির্বাচন। টি ২০ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নেতৃত্ব দিতে দেখা না গেলেও ক্যাপ্টেন কোহলি টেস্টে ফিরছেন ক্যাপ্টেন আর্মড শরীরের সেটে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.