Header Ads

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, নিহত বহু।

নজরবন্দি ব্যুরো: রবিবার সকালে তংধার সেক্টরে যুদ্ধবিরতি লংঘন করে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। সেনা সূত্রে জানা গিয়েছে, দুই জওয়ান নিহত হয়েছে। নিহত হয়েছে সাধারণ নাগরিকও। কাউন্টার করতে নেমে ভারতীয় সেনাবাহিনী আর্টিলারি ফায়ার শুরু করে। তংধার সেক্টরের ওপাশে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাটিতে শেলিং শুরু করে ভারতীয় সেনা। এই অঞ্চলে জঙ্গি ঘাটি গড়ে উঠেছে এমনই গোয়েন্দা তথ্য ছিল সেনার কাছে।
 এই তথ্যের ওপর ভিত্তি করে ভারতীয় সেনা শেলিং শুরু করে দেয়। আর এই শেলিং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড, জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমনই দাবি করেছে ভারতীয় সেনা। এই হামলার পাক বাহিনীর ৪-৫ সেনা মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। আহত অনেকে। ভারতীয় সেনার জবাবি হামলায় পাক সেনার আউটপোস্ট ধ্বংস হওয়ার খবর এসেছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.