Header Ads

প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাটের ডাবল সেঞ্চুরি।

নজরবন্দি ব্যুরো: পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত দ্বিশতরান। ২৯৮ বল খেলে ক্যাপ্টেন কোহলি ডাবল সেঞ্চুরি করেছেন। ২৮ টি চার আর ১টি ছয়ে সাঁজানো বিরাটের ডাবল সেঞ্চুরির ইনিংস। এই পরিসংখ্যান বলে দিচ্ছে গ্রাউন্ড শর্টের ওপড় ভর করে (২৮ টি চার আর মাত্র ১ টি ছয়) বিরাট কোহলি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের একবার নিজের জাত চিনিয়েছেন। শিক্ষানবিশ ক্ষুদে ক্রিকেটারদের কাছে বিরাটের এই ইনিংস লেসন। প্রথম টেস্টে বিরাট কোহলি রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল ছায়ায় ঢাকা পড়ে গেলেও দ্বিতীয় টেস্টে বিরাট ব্যাট ২২ গজ শাসন করে চলেছে।এই কপি লেখার সময়ে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫১৬, ৪ উইকেটের বিনিময়। বিরাট অপরাজিত ২১১। বিরাটের বিরাট ইনিংস খেলার ফলে রেকর্ড বুকে অধিনায়ক হিসেবে ৪১ টি সেঞ্চুরি হয়ে গেল। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর অধিনায়ক হিসেবে সেঞ্চুরি ৪১ টি রয়েছে। এই রেকর্ড ছোঁয়ার সঙ্গেই  বিরাটের সামনে এখন রেকর্ড ভাঙার হাতছানি। সঙ্গে টেস্ট কেরিয়ারে ২৭ টি সেঞ্চুরি। ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে শচীন তেন্ডুলকরের সেঞ্চুরি ১০০। এই তালিকার শীর্ষে লিটল মাস্টার। বিরাটের সব ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি ৭০। বিরাট কোহলি কি পারবেন শচীনকে ছুঁতে!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.