Header Ads

৫০ টাকার জাল নোট ঘুরছে বাজারে, জেনে নিন কিভাবে চিনবেন।

নজরবন্দি ব্যুরো: ভারত সরকার দেশে জাল নোটের কারবারিদের জব্দ করতে এবং দেশের আর্থিক ব্যবস্থাকে সচল ও গতিশীল রাখার জন্য মুদ্রা ব্যবস্থায় বদল এনেছে। নতুন বৈশিষ্টের মোড়কে ভারতীয় নোট বাজারে এনেছে। ফলে জাল নোট কারবারিরা পড়ে গেছে মহা ফাঁপড়ে। সম্প্রতি জাল নোট কারবারিরা ছোট নোট জাল করার কাজে নেমে পড়েছে। তবে খুব সহজেই আপনি জাল নোট চিহ্নিত করতে পারবেন। এরজন্য আপনাকে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক সুরক্ষার জন্য এরকমই ১৪ টি বৈশিষ্টের উল্লেখ করেছে।
১) ডান দিকে অশোক স্তম্ভের স্বাক্ষর।
২) মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং ইলেক্ট্রোটাইপ ফর্ম্যাটে লেখা।
৩) বাম দিক থেকে ডান দিকে সরানো নম্বর প্যানেল।
৪) নোটের পিছনে বাম দিকে নোট মূদ্রণের বছর।
৫) স্লোগান সহ স্বচ্ছ ভারত লোগো।
৬) মাঝখানে লেজেন্ড প্যানেল।
৭) রথের সাথে হাম্পী চিত্র।
৮) দেবনাগরী লিপিতে লিখিত নোটের মূল্য।
৯) নোটের মান দেখা।
১০) দেবনাগরী লিপিতে নোটে অঙ্কের মান।
১১) নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি।
১২) আরবিআই, ভারত এবং ছোট আকারে ৫০ লেখা।
১৩)  ভারত এবং আরবিআই এর সুরক্ষা দাগ।
১৪) মহাত্মা গান্ধী ছবির ডানপাশে  গ্যারান্টি ধারা, আরবিআই এর গর্ভনরের স্বাক্ষর, প্রতিশ্রুতি ধারা এবং আরবিআই লোগো।
এই ১৪ টি বৈশিষ্টের দিকে নজর রাখলেই গ্রাহক সচেতনতা গড়ে উঠবে। জাল নোট কারবারিরা জাল বিস্তার করে উঠতে পারবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.