কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাঙালী পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের কুলগ্রামে নিহত ৫ বাঙালী শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লাখ টাকা তুলে দেবে। বুধবার ট্যুইট করে মমতা লিখেছেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখ্যা করার জন্য মুর্শিদাবাদে পৌছে গিয়েছেন তৃণমুল সাংসদ এবং বিধায়কদের এক প্রতিনিধি দল। এই ঘটনার দ্বায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাশ্মীর প্রশাসনের ওপোরে চাপিয়েছেন। ট্যুইটারে লিখেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুভার্গ্যজনক। পরিকল্পনা করে ৫ শ্রমিককে খুন করা হয়েছে। ঘটনায় আমরা স্তম্ভিত। উপত্যকায় আইন শৃঙ্খলা রক্ষার দ্বায় কেন্দ্রের। কোন রাজনৈতিক দল এখানে সক্রিয় নেই।’ মঙ্গলবারের গুলি চালানো ঘটনাটি হিজবুলের শক্ত ঘাটি বলে পরিচিত কুলগ্রামে হয়েছে। নিহত ৫ বাঙালী শ্রমিক কাঠের কাজ করতেন। নিহত ৫ বাঙালী শ্রমিকেরা হলেন কামরুদ্দিন শেখ, রফিক আহমেদ শেখ, নইমুদ্দিন, রফিকুল আলম। নিহতেরা সকলেই মুর্শিদাবাদের সাগরদিঘীর ব্রাম্মণী গ্রামের বাসিন্দা।
Loading...
কোন মন্তব্য নেই