Header Ads

নিজের ক্রিকেট কেরিয়ারের উদাহরণ টেনে ধোনিতেই আস্থা প্রেসিডেন্ট সৌরভের!

নজরবন্দি ব্যুরো: বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট পদে ব্লেজার পরে বসে সৌরভ গঙ্গোপাধ্যায় আবেগের জলে ভাসলেন। আবেগের জলে গা ভাঁসিয়ে পুরনো স্মৃতির রোমহ্নন করে গেলেন সাংবাদিকদের সামনে। ক্ষণিকের আবেগে গা ভাঁসিয়ে মহারাজ এবার গুরুদায়িত্ব পালনে নড়চড়ে বসলেন। হালফিলে এম এস ধোনির ভবিষ্যৎ ঘিরে জোর চর্চ্চা চলছে দেশের ক্রিকেট মহলে। ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন। নিজের ক্রিকেট কেরিয়ারের উদাহরণ টেনে সৌরভ বলেছেন,'আমাকে যখন বাদ দেওয়া হয়েছিল, তখন সবাই বলেছিলেন, আমি শেষ হয়ে গিয়েছি।
 আমি কিন্তু নিজের ওপর আস্থা রেখেছিলাম। ক্যামব্যাকের পরেও আমি খেলে গিয়েছি। চ্যাম্পিয়নরা দ্রুত শেষ হয়ে যায় না।' নয়া বোর্ড প্রেসিডেন্ট বলেছেন,' এম এস ধোনি আমাদের গর্ব। আমি যতদিন রয়েছি, প্রত্যেকেই উপযুক্ত সম্মান পাবে। জানি না ওর মনে কি আছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের জন্য এম এস ধোনির মতো কিংবদন্তিকে নিয়ে আমরা গর্বিত।' এম এস ধোনি প্রসঙ্গে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.