Header Ads

মার্কিন প্রশাসনের অসমে নাগরিক পঞ্জিকরণ প্রশ্নে অস্বস্তিতে মোদি সরকার ।

নজরবন্দি ব্যুরো: অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ(এনআরসি) নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিন ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহ- সচিব অয়্যালিস জি ওয়েলস মঙ্গলবার প্রতিক্রিয়ায় বলেছে,' অসমে ১৯ লক্ষ মানুষ দেশান্তর হওয়ার আশঙ্কায় রয়েছে। কেননা তাদের নাগরিকত্ব প্রশ্নচিহ্নের মুখে।' সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা ও বৈষম্য, মুসলিম ও দলিতদের ওপর গোরক্ষকদের তাণ্ডব, ধর্মান্তর বিরোধী আইন নিয়ে উষ্মা প্রকাশ করেছে মার্কিন মন্ত্রক। মার্কিন মন্ত্রক থেকে স্পষ্ট বলা হয়েছে, সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে যা আইন ভারতে তৈরি হয়েছে তা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করার জন্য প্রণীত আইনের পরিপহ্নী।
 অয়্যালিস জানিয়েছে, ' ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের প্রশ্নে ভারত-মার্কিন আলাপ আলোচনা চলে আসছে। আমরা মনে করি ভারত এই বিষয়ে আরও কার্যকরী ভূমিকা নেবে।' স্বভাবতই মার্কিন প্রশাসনের ভারত বিষয়ে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদি সরকারকে অস্বস্তির মধ্যে ফেলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.