Header Ads

ভাইফোঁটায় বৈশাখীকে সঙ্গে নিয়ে মমতার বাড়িতে শোভন।

নজরবন্দি ব্যুরোঃ ভাইফোঁটার দিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোটা নিতে চলে এলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। গত বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর সময় শোভনের অনুপস্থিতি নজর কেড়েছিল সকলের। ভাইফোঁটাতেও ফোটা নিতে দেখা যায়নি আদরের কাননকে। কিন্তু এবার উলটপুরাণ। সটান মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভাইফোঁটার ফোটা নিতে চলে এলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার দিন ফোটা নিতে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়কে। গত বছর শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় এবং কলকাতার মেয়র পদে থাকার পরেও তৃণমূল নেত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। পরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু রাজ্যের গেরুয়া শিবিরের সঙ্গেও দূরত্ব তৈরি হতে থাকে। কয়েকদিন আগেই বিজয়ার শুভেচ্ছা নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। যদিও শোভনের তৃণমূল শিবিরে ফিরে আসা নিয়ে তৃণমূল মহাসচিব সংবাদমাধ্যমের সামনে মুখ খুল্পতে চাননি। ভাইফোঁটার দিন এবছর দেখা গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শোভন চট্টোপাধ্যায় সোজা চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে, 'দিদির' কাছ থেকে ফোটা নেওয়ার জন্য। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরতে চলেছে?        

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.